• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনা সংক্রমণরোধ : সাতক্ষীরায় লক্ষাধিক টাকা জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

সাতক্ষীরায় সরকারের আদেশ অমান্য করে সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখা এবং বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ২৬টি অভিযানে ৪১টি মামলায় এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

করোনোভাইরাস সংক্রমণরোধে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের সমন্বিত অভিযানে ১ হাজার ৮৪৭টি মামলায় ১৮ লাখ ৬৪ হাজার ২৯৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ লাখ ৪ হাজার ৬০০ টাকা আদায় করা হয়। 

আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা সদর উপজেলায় ৪টি মামলায় ৫১ হাজার ৩০০ টাকা; তালা উপজেলায় ১টি মামলায় ৫০০ টাকা; কলারোয়া উপজেলায় ৩টি মামলায় ১ হাজার টাকা; কালীগঞ্জ উপজেলায় ৩টি মামলায় ২৬ হাজার টাকা, শ্যামনগর উপজেলায় ১টি মামলায় ৪ হাজার টাকা, আশাশুনিতে ১৫টি মামলায় ৯ হাজার ২০০ টাকা, দেবহাটা উপজেলায় ৪টি মামলায় ১ হাজার ৩০০ টাকা এবং জেলা প্রশাসনের ১০টি মামলায় ১১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জনসচেতনতা সৃষ্টি করে সাধারণ মানুষকে ঘরে রাখতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলাব্যাপী সেনা, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযান চালাচ্ছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা