• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনা মোকাবেলায় ৭ লাখ ২০ হাজার মাস্ক দিচ্ছে ফেসবুক!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

করোনা ঝড়ে কাঁপছে বিশ্ব। এরই মধ্যে করোনা প্রতিরোধে বিশ্বজুড়ে নেয়া হয়ে সতর্কতামূলক সব ব্যবস্থা। এবার করোনা মোকাবেলায় ৭ লাখ ২০ হাজার মাস্ক অনুদান দেওয়ার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সোমবার ফেসবুকের অফিসিয়িাল পেইজে এ তথ্য জানিয়েছেন সিইও মার্ক জাকারবার্গ।

অফিসিয়াল পেইজে জাকারবার্গ লিখেছেন, স্বাস্থ্য কর্মীদের নিজেদের প্রতিরক্ষার জন্য সরঞ্জাম দরকার। স্বাস্থ্য খাতে কম্পানীটি আরো সহায়তা দিতে চায় বলে জানিয়েছেন তিনি। সেই সাথে সবার সুস্থতা কামনা করেছেন জাকারবার্গ।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীরা বলছে, মাস্ক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি রয়েছে তাদের। আর এসব কারণে বেশিরভাগ চিকিৎসক ও নার্সরা অসুস্থ হচ্ছে।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে ৪২ হাজারের বেশি মানুষ। মারা গেছে ৫৪১ জন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা