• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনা প্রতিরোধে সেবা দিতে সাতক্ষীরা পৌরসভা কাজ করবে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ০৯টি ওয়ার্ডের নাগরিকদের বাড়ি বাড়ি সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১২টায় পৌর মেয়রের কার্যালয়ে লিফলেট বিলি কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় পৌর মেয়র চিশতি বলেন, ‘সাতক্ষীরা পৌরসভার সকল নাগরিকদের করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা করতে এবং প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পৌরসভার ৩৬ হাজার গ্রাহকসহ সকল বাড়িতে পৌরসভার পক্ষ থেকে জনসচেতনতার জন্যে লিফলেট বিতরণ শুরু করা হয়েছে। পৌর নাগরিকদের সচেতন করার মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ সম্ভব। সেই সাথে বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট সকল জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যারা লিফলেট বিলি করছে তাদেরকেও প্রতিরোধে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভায় ঢোকার মুখে নাগরিকদের হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধুয়ে পৌরসভায় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে পৌর নাগরিকদের সব ধরনের সেবা দিতে সাতক্ষীরা পৌরসভা কাজ করবে।’ এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা