• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনা প্রতিরোধে রান্না করার সময়...

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

বিশ্বজুড়ে মহামারী করোনা মোকাবিলায় সব কিছুতেই সর্বোচ্চ সতর্ক থাকতে হচ্ছে। করোনাভাইরাস সর্দি থেকে শ্বাসকষ্ট পর্যন্ত সংক্রমণ ঘটায়। তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যত্ন নেওয়া হলে এই সংক্রমণ এড়ানো যায়। 

করোনা ভাইরাস প্রতিরোধে ডাব্লুএইচও (WHO) ও এফএসএসএআই (FSSAI)’ থেকে দেওয়া পরামর্শ অনুযায়ী রান্না করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে: 


•    রান্না করার আগে হাত ধুয়ে নিন  
•    খাওয়ার বা বাজারজাত খাবার ধরলেও হাত ধুয়ে নেবেন
•    হাত ধুয়ে হবে রান্নাঘরে বর্জ্য ফেলে দেওয়ার পরেও
•    রান্নাঘরের কাজ শেষে নিজের হাত পরিষ্কার করার কথা মনে আছে তো! 
•    এছাড়াও কাঁচা খাবার এবং রান্না করার খাবারের জন্য চপিং বোর্ড এবং ছুরি আলাদা রাখুন
•    সব খাবার ভালোভাবে রান্না করুন
•    রান্না করা খাবার সবসময় পরিষ্কার জায়গায় রাখুন 
•    রান্নাঘর এবং রান্নাঘরে খাবার রাখার জায়গা নিয়মিত পরিষ্কার করুন 
•    প্রতিদিন রান্না করা টাটকা খাবার খান। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা