• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনা প্রতিরোধে জাপানে জরুরি অবস্থা জারি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানী টোকিওসহ আরও ছয় অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে জাপান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার থেকেই এ জরুরি অবস্থা জারি করার কথা ঘোষণা করেন।

তবে নিউইয়র্কের মতো হঠাৎ করে টোকিওতেও যাতে মহামারী আকারে ছড়িয়ে না পড়ে, এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাপান এ জরুরি অবস্থা জারি করেছে। জাপানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯২ জন মারা গেছেন। টোকিওতে এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে এক হাজারে দাঁড়িয়েছে।

এক মাসের জন্য টোকিও, ওসাকাসহ আরও ৫টি মহানগরীতে এ জরুরি অবস্থা জারি করা হচ্ছে। ওই ৭ প্রিফেকচারের গভর্নরদের সেখানকার স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার ক্ষমতা থাকলেও সেখানকার বাসিন্দাদের ঘরে বন্দি করে রাখার কোনো ক্ষমতা দেয়া হয়নি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা