• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনা নিয়ে গুজব ছড়ানোয় মুয়াজ্জিনকে জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মসজিদের মাইকে গুজব ছড়ানোর অপরাধে সবরাতু (৬২) নামে মসজিদের এক মুয়াজ্জিনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই মুয়াজ্জিন ও স্থানীয়দের গুজব না ছড়াতে নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হক।

জানা যায়, তিরনইহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার পর করনো ভাইরাস নিয়ে মুয়াজ্জিন সবরাতু মসজিদের মাইকে ঘোষণা দেন-লং, আদা, গোলমরিচ ও কালোজিরা বেটে খেলে করোনা ভাইরাস হবে না। 

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় খবর পেয়ে ইউনিয়ন পরিষদে যান ভ্রাম্যমাণ আদালত। পরে ওই মুয়াজ্জিন সবরাতুকে পরিষদে ডেকে পাঠান তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে গুজব না ছড়াতে সচেতন করে ৫শ টাকা জরিমানা করেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হক জানান, মসজিদের মাইকের মাধ্যমে এমন গুজব ছড়ানোর অপরাধে আমরা এ জরিমানা করেছি। সঙ্গে এ ধরনের গুজব না ছড়াতে সবাইকে সচেতন করেছি। পরে ওই মুয়াজ্জিন নিজের ভুল স্বীকার করেছেন।

তিনি আরও জানান, গুজবসহ বাজার মনিটরিং এ আমাদের অভিযান অব্যাহত থাকবে। আশাকরি কেউ করোনা ভাইরাসকে নিয়ে গুজব ছড়াবে না।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা