• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনা থেকে সেরে উঠেছে ৫ লাখ ৭২ হাজার মানুষ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০  

বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটির বিষাক্ত ছোবলে বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৫০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজারের।

এত মৃত্যু ও আক্রান্তের মাঝেও আশার বাণী হচ্ছে, এই ভাইরাসে আক্রান্তদের একটি বড় অংশ সুস্থ হয়েও উঠছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ৭২ হাজার মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এর হিসাব অনুযায়ী, করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) রোগ থেকে চীনের মূল ভূখণ্ডে সেরে উঠেছে ৭৭ হাজার ৯৪৪ জন। স্পেনে ৭৪ হাজার ৭৯৭, যুক্তরাষ্ট্রে ৫৯ হাজার ৯৯৭, ইরানে ৫৪ হাজার ৬৪, ইতালিতে ৪২ হাজার ৭২৭ এবং ফ্রান্সে ৩৪ হাজার ৪২০ জন সুস্থ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ইউরোপের দেশ জার্মানিতে ৮৩ হাজার ১১৪ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এছাড়া সুইজারল্যান্ডে ১৬ হাজার ৪০০ জন, ব্রাজিলে ১৪ হাজার ২৬, কানাডায় ১০ হাজার ৩২৮, অস্ট্রিয়ায় ৯ হাজার ৭০৪, তুরস্কে ৮ হাজার ৬৩১, দক্ষিণ কোরিয়ায় সাত হাজার ৮২৯, বেলজিয়ামে সাত হাজার ৯৬১, অস্ট্রেলিয়ায় তিন হাজার ৮২১ ও মালয়েশিয়ায় ২ হাজার ৯৬৭ জন সুস্থ হয়ে উঠেছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা