• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনা আক্রান্ত স্বামীর সেবা করেও স্ত্রীর করোনা নেগেটিভ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

কভিড-১৯ করোনাভাইরাস পজিটিভ স্বামীর সেবা করেও করোনা নেগেটিভ এসেছে এক নারীর। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন রংপুরের ওই ব্যক্তি। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তার সঙ্গে হাসপাতালে এক সপ্তাহ ধরে অবস্থান করেছেন তার স্ত্রী। 

সেবা করার পর স্ত্রীর করোনা নেগেটিভ আসার বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক নুরুজ্জামান সঞ্জয় বলেছেন, আমরা রোগীর স্বজনকে স্বাস্থ্যবিধি শিখিয়ে দিয়েছি। তাই এটা সম্ভব হয়েছে। 

বগুড়ার একমাত্র আক্রান্ত ওই ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শে তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে গত রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত সোমবার রাতে নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা