• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

‘ওপেন প্লে’ গোল না পেলেও মেসিকে নিয়ে সন্তুষ্ট স্কালোনি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০  

চলতি মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। পেনাল্টি ছাড়া তেমন গোলের দেখা পাচ্ছেন না তিনি। ওপেন প্লে অর্থাৎ পেনাল্টি ছাড়া জাতীয় দলের হয়ে সবশেষ প্রায় এক বছর আগে ব্রাজিলের বিপক্ষে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এমন ফর্মের ভেতরই প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়েন তিনি।

যদিও সেরে উঠে সেই ম্যাচে খেলেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। ওপেন প্লে থেকে গোলও করেছিলেন, তবে ভিডিও অ্যাসিন্টেট রেফারির সিদ্ধান্তে পরে সেটি বাতিল হয়। এই ম্যাচে মেসির পারফরম্যান্স খুব একটা সন্তুষ্টজনক ছিল না। তবে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি খুশি তার পারফরম্যান্সে।

তিনি বলেন, ‘পারফরম্যান্সের দিক থেকে লিও ভালো খেলছে। আমরা খুবই দুর্ভাগা যে ভালো একটা গোল তারা দেয়নি। আমি তাকে ভালো দেখছি, তার কোনো সমস্যা নেই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।’

বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকলেও আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন সমর্থকরা। প্রতিপক্ষের শক্তির জায়গাগুলো খুঁজে পরের ম্যাচগুলোতে মাঠে নামার কথা জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ। কেবল মেসিই নয় আরও বেশ কিছু ভালো ফুটবলার তার দলে আছে বলে মনে করেন স্কালোনি।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি প্রতিপক্ষের শক্তির জায়গাগুলো খুঁজে বের করতে। এটা খুব বড় চ্যালেঞ্জের ব্যাপার। আর্জেন্টিনার কেবল মেসিই নয়, সব জায়গাতেই আরও অনেক ভালো ফুটবলার আছে। আমাদের একটা ভালো ম্যাচ খেলতে হবে তাদের বের করে আনতে।’

সম্প্রতি সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাচেরানো। দেশটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও তার দখলে। মাচেরানোকে তার পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন আর্জেন্টিনার বর্তমান কোচ।

স্কালোনি বলেন, ‘আমি মাচেরানোর অবসরটা জোরালোভাবে চেয়েছি। তার নতুন জীবন এখন শুরু হলো। আমি তাকে বড় একটা অভিবাদন পাঠাচ্ছি। সে আর্জেন্টিনার ফুটবলের জন্য আদর্শ একজন। এখন যাই করার সিদ্ধান্ত নেয়, আমি তাকে শুভকামনা জানাই। সে নিশ্চয়ই সেটা খেলার মতো একই রকম প্যাশনের সঙ্গে করবে।’ 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা