• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হবে সীমিতভাবে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

আগামীকাল (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস। অন্যান্য বছর যথাযথভাবে দিবসটি পালিত হলেও করোনা পরিস্থিতির কারণে এ বছর নেই সাজ সাজ রব।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সরকারের স্বাস্থ্যবিধি/নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে সীমিত আকারে দিবসটি পালন করা হবে।

এ বছর দিবসটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনিসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালন করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য সংগঠনের পক্ষে সুবিধামত সময়ে মুজিবনগর স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

জানিয়েছেন মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি। তিনি আরো জানান, করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি/নির্দেশনা সমূহ যথাযথভাবে মেনে চলার জন্য মুজিবনগর দিবসে মেহেরপুর ব্যতিত অন্য কোন জেলা থেকে কোন ব্যক্তিকে মুজিবনগরে না আসার জন্য জোরালোভাবে অনুরোধ করা হচ্ছে।

তিনি জানান, সীমিত আকারে দিবসটি পালন করা হলেও মুজিবনগর কমপ্লেক্স ও স্মৃতিসৌধের ধোয়ামোছার কাজ এবং আম্রকাননের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা