• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

এসপি পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরা জেলার কৃতী সন্তান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ মে ২০২১  

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন সাতক্ষীরা জেলার কৃতী সন্তান খুলনা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) জিএম আবুল কালাম আজাদ।

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায়  বৃহস্পতিবার ৬ মে  আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম-বার, ডিআইজি, খুলনা রেঞ্জ এবং  এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), খুলনা রেঞ্জ  র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলন  মোঃ নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ  এবং  মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, খুলনা।  গত রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়। এ প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ৬৩ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (৫ম প্রেড) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া জিএম আবুল কালাম আজাদ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গর্বিত সন্তান। খুলনা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) হিসেবে দায়িত্ব পালনের আগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্বের সাথে কার্যক্রম পরিচালনা করেন। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জিএম  আবুল কাশেম ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুফিয়া খাতুন এর ছেলে জিএম আবুল কালাম আজাদ বাংলাদেশ পুলিশ বাহিনীতে সুনামের সাথে অতিরিক্ত পুলিশ সুপার খুলনায় দায়িত্ব পালন করেছেন পদোন্নতি পাওয়ায় পুলিশ সুপার হিসেবে ব্যাজ গ্রহণ করেছেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদকে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা