• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯  

২৬শে অক্টোবর ছিল একটি বিশেষ দিন। দীর্ঘদিন পর ওইদিন সন্ধ্যায় ফুয়াদ ভাই ঢাকায় কনসার্ট করেছেন। আর এ কনসার্টে আমি ছাড়াও গেয়েছেন আরো বেশ ক’জন শিল্পী। সবচেয়ে ভালোলাগার বিষয় ছিল আমি দর্শক হিসেবেও প্রাণভরে এ কনসার্টটি উপভোগ করেছি। কারণ ফুয়াদ ভাইয়ের কনসার্ট মানেই অন্যরকম কিছু। তিনি এমনভাবে সব পরিবেশনা নিয়ে হাজির হয়েছিলেন যে, দর্শক মুগ্ধ হতে বাধ্য- কথাগুলো বলছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। ২৬শে অক্টোবর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে হয়ে গেল ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট। এ কনসার্টে ফুয়াদ পারফর্ম করেন।

পারফর্ম করেন কনাসহ চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। কনার জনপ্রিয় অনেক গানেরই কম্পোজার ফুয়াদ আল মুক্তাদির। তবে মধ্যে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন এ সফল কম্পোজার। তাছাড়া নতুন গানে খানিকটা অনিয়মিত ছিলেন বিভিন্ন কারণে। ফুয়াদের কনসার্টে ফেরা প্রসঙ্গে কনা বলেন, আমার প্রিয় কম্পোজারদের একজন হলেন ফুয়াদ ভাই। তার সুর ও সংগীতে আমার বেশ কিছু গানই শ্রোতারা অনেক পছন্দ করেছেন। ফুয়াদ ভাই সুস্থ হয়ে এখন গান করছেন। এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে। আমি আশা করবো ফুয়াদ ভাই আবার গানে নিয়মিত হবেন। তার সুর ও সংগীতে আমি সামনেও গান গাইতে চাই। এদিকে অডিওর পাশাপাশি চলচ্চিত্রেও একটি শক্ত অবস্থান গড়েছেন কনা। বিশেষ করে গত কয়েক বছরে দেশীয় চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য কন্ঠে পরিণত হয়েছেন তিনি। বিভিন্ন ধরনের গানে নিজের পারদর্শিতা দেখিয়েছেন। গানের বাইরে জিঙ্গেল ও বিজ্ঞাপনে কন্ঠ দেয়াও চলছে নিয়মিত। সব মিলিয়ে এখন ব্যস্ততা কেমন চলছে? কনা বলেন, ভালোই। শীত আসি আসি করছে। এখন শো ধীরে ধীরে বাড়ছে। সামনে টানা শো নিয়ে সময়টা কাটবে। তাছাড়া বেশ কিছু সিনেমা ও অডিও গানের কাজও করেছি এরমধ্যে। আর নিয়মিত জিঙ্গেল গাওয়া ও বিজ্ঞাপনের কন্ঠ দেয়ার কাজও চলছে। নতুন গান কবে নাগাদ আসবে? কনা বলেন, নতুন গান কিছু করা আছে। আবার কিছু করছি। নিজ উদ্যোগেও একটি কাজ করছি। সেটা ভালোভাবে সামনে ভিডিওসহ প্রকাশ করবো বলে ঠিক করেছি। আর চলচ্চিত্রের গানের কি অবস্থা? কনা বলেন, চলচ্চিত্রের গানেই আমি বেশি স্বাচ্ছ্বন্দ্য অনুভব করি। গত কয়েক বছরে আমার গাওয়া অনেক গানই পছন্দ করেছেন দর্শক-শ্রোতারা। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কয়েকটি ছবির গানে কন্ঠ দিয়েছি। সামনেও কিছু গান হওয়ার কথা রয়েছে। ব্যাটে-বলে মিললে করে ফেলবো। এখন গানের অবস্থা কেমন মনে হচ্ছে? কনা বলেন, এখন অবস্থাতো ভালোই। কারণ কোম্পানিগুলো ভালো গানে বিনিয়োগ করছে। পৃষ্ঠপোষকতা বাড়ছে। ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। যে কেউ ইউটিউবে গান প্রকাশ করতে পারছেন। এর নেতিবাচক ও ইতিবাচক দুই দিকই আছে। তবে ইতিবাচক দিকটাকে গ্রহণ করেই এগিয়ে যেতে হবে। কারণ আমরা গানপাগল জাতি। শত ব্যস্ততার মাঝেও গান শুনি। তাই আমার মতে, ভালো গানের সংখ্যা আরো বাড়া উচিত। ভালো গান মানুষ যত শুনবে তত অভ্যস্ত হবে সে ধরনের গানে। শ্রোতাদের ভালো গানের ব্যাপারে যেমন সচেতন হতে হবে। তেমনি শিল্পীদেরও উচিত বিষয়টি মাথায় রাখা। আর সে অনুযায়ী গান প্রকাশ করা। মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে আমি আশাবাদী। আমার বিশ্বাস ইন্ডাস্ট্রি সামনে আরো ভালো দিকে যাবে। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। বিয়েতো করেছেন? কেমন চলছে নতুন জীবন?  কনা হেসে বলেন, খুব ভালো। আমার স্বামী গহীন ভালো মনের একজন মানুষ। খুব টেককেয়ার করে আমার। আমরা একে অপরকে অনেক বুঝি। যেটা আসলে খুব দরকার।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা