• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

এবছর ৬ লাখ ২৬ হাজার মেট্টিক টন আমন সংগ্রহ : খাদ্যমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এই বছর রেকর্ড পরিমাণ আমন সংগ্রহ করেছে। লক্ষ্যমাত্রাও ছিল রেকর্ড পরিমাণ। এবার আমনের সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল ৬ লাখ ৫০ হাজার মেট্টিক টন। এরমধ্যে সংগ্রহ হয়েছে ৬ লাখ ২৬ হাজার মেট্টিক টন।

এই সাফল্যের বিষয়ে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেন, সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনায় অগ্রাধিকার দিচ্ছে। যেন কৃষক ন্যায্যমূল্য পায়। এ কারণে এই প্রথমবারের মত সর্বোচ্চ পরিমাণ আমন সংগ্রহ হয়েছে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আমরা পুরোটাই ধান সংগ্রহের বিষয়ে চিন্তা করছি। যেহেতু ধনটা সরাসরি কৃষকের কাছ থেকে কেনা যায় এবং বাজারেও এর যথেষ্ট প্রভাব থাকে। এছাড়া দুই মন্ত্রী কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা