• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে: ইসি সচিব

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খোন্দকার বলেছেন, ২৯টি পৌরসভা ও চারটি উপজেলায় উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মনিটরিং সেল থেকে প্রতি ঘণ্টায় রিপোর্ট পেয়েছি। তাতে বুঝতে পেরেছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সৈয়দপুরে একজনের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, নিঃসন্দেহে কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এর জন্য আমরা সবাই দুঃখিত। সৈয়দপুরে সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশে ছোটন নামে এক ব্যক্তি আহত অবস্থায় ছিলেন। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল না। সুরতহালে এ রকমই পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্ট পেলে বলা যাবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটুকু বলতে পারি, যদি কেউ নির্বাচন প্রত্যাখ্যান করেন নিতান্তই সেটা তার ইচ্ছে। সেটা করতেই পারেন। অভিযোগ করলে তদন্ত করে দেখবো।

সচিব জানান, চারঘাটে ককটেল দুষ্কৃতকারী চারজনকে গ্রেফতার করা হয়েছে। রিটার্নিং অফিসার জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট হয়েছে। প্রতিটি ক্ষেত্রে মাঠে অ্যাকশন ছিল, যার কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সব সময় চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আমাদের কাছে যে সহযোগিতা চাইবেন কমিশন তা প্রদান করবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা