• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

কালিগঞ্জে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বেলা ১০ টায় সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ২৫টি মাধ্যমিক স্কুল ও ৬টি দাখিল মাদ্রাসার ৩জন করে শিক্ষার্থী দলীয় ভাবে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য এর পক্ষে এবং বিপক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। এসময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুজ্জামান, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী সেন, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার দত্ত, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড ও বিকালে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। পরে সন্ধা হয়ে যাওয়ার কারণে  উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ অগামী ৮ মার্চ শনিবার বেলা ১০টায় উপজেলা অডিটোরিয়ামে  বিতর্ক প্রতিযোগিতার দিন ধার্য করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা