• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে মোবাইল কোর্টে চিংড়ী ব্যবসায়ীকে জরিমানা:মাছ বিনষ্ট

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ মে ২০২১  

আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা ও মাছ বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উপজেলার শোভনালী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনাকালে চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে ব্যবসায়ী সাধন চন্দ্রকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে আনুমানিক ৪০ কেজি চিংড়ি জব্দ পূর্বক বিনষ্ট করা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, এস আই শফিউল্লাহ, ডিবি পুলিশের এসআই মো. মনির হোসেন, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা