• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে মহিলাদের বিউটিফিকেশান প্রশিক্ষণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

“দুস্থ মহিলাদের বিউটি পার্লারের প্রশিক্ষণের মাধ্যমে জীবনমান উন্নয়ন” বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে। সোমবার বিকালে আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং ও জাইকার সহায়তায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের আয়োজনে ৬ জানুয়ারি প্রশিক্ষণ শুরু হয়েছিল। ১৬ ফেব্রুয়ারি প্রশিক্ষণ শেষ হয়। ২০ জন প্রশিক্ষণার্থীকে ৩০ দিনের এ প্রশিক্ষণে বিউটিফিকেশান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। ইউডিএফ দেবু বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, প্রশিক্ষণার্থীদের মধ্যে রোকেয়া খাতুন (কাদাকাটি) ও মর্জিনা খাতুন (চাপড়া) বক্তব্য রাখেন। সবশেষে প্রশিক্ষণার্থীদেরকে সনদপত্র ও ভাতার টাকা প্রদান করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা