• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে গ্রাম আদালতে নারীর অংশগ্রহন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

আশাশুনিতে গ্রাম আদালত বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকল্পের জেলা সমন্বয়কারী জহির উদ্দিনের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রকল্পের ডিএফ এস এম রাজু জবেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইনডিফেন্ডেন্ট টিভি সংবাদ পাঠক জাহিদুল বাশার, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আব্দুল আলিম, আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, দীপঙ্কর কুমার সরকার দিপ, প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ শফিউল আলম ও আব্দুল হান্নান পাড়। অনুষ্ঠানে গ্রাম আদালত সহকারী অজয় মন্ডল, মহেশ মন্ডল, ধনঞ্জয় মন্ডল ও ছন্দারানী মন্ডল সার্বিক সহায়ত্য়া ছিলেন। উপজেলার ১১ ইউনিয়নে গ্রাম আদালতে এ পর্যন্ত ১৯৪২টি মামলা হয়েছে। নিস্পত্তি হয়েছে ১৩৮৩টি। যার মধ্যে নারী আবেদনকারী ছিলেন ৪৮৯ জন। মোট ক্ষতিপুরণ আদায় হয়েছে ১ কোটি ২৬ লক্ষ ১১ হাজার ৮৩ টাকা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা