• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আর মাত্র কয়েক ঘণ্টা: ৮০০ বছর পর এক হচ্ছে ‘বৃহস্পতি-শনি’

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০  

আর মাত্র কয়েক ঘণ্টা পর এক বিরুল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। প্রায় ৮০০ বছর পর সোমবার মধ্যরাতে সবচেয়ে কাছাকাছি অবস্থানে করবে ‘বৃহস্পতি’ ও ‘শনি’ গ্রহ। দেখে মনে হবে দুটি নয়, একটাই গ্রহ।

নেহরু প্লানেটারিয়ামের পরিচালক অরবিন্দ পরাঞ্জপাই জানান, বছরের সবচেয়ে ছোটদিন সোমবার। এদিন রাত ১২টা ২০ মিনিটে ‘বৃহস্পতি’ ও ‘শনি’ এত কাছাকাছি থাকবে যে, তাদের মধ্যে মাত্র ০.১ ডিগ্রির কোণ তৈরি হবে। এই রকম মহাজাগতিক ঘটনা আবার ঘটবে ২০৮০ সালের ১৫ মার্চ। এর আগে, ১৬২৩ সালের ১ জুলাই এই দুটি গ্রহ এত কাছাকাছি এসেছিল। তখন তাদের দেখতে পাওয়া যায়নি।

তিনি আরো জানান, গ্রহগুলোর এতটা কাছাকাছি আসা সত্যিই বিরল। পৃথিবী থেকে মনে হবে ‘বৃহস্পতি’ ও ‘শনি’ যেন একটিই গ্রহ। এমন ঘটনা ঘটলেও সেটা দেখা যায় না সব সময়। এবারের বৈশিষ্ট্য হল, এই ঘটনা দেখা যাবে। সেদিক থেকেও বিরল এটি। কেননা, এমন মহাজাগতিক ঘটনা শেষবার দেখা গিয়েছিল ৮০০ বছর আগে।

https://www.india.com/news/great-conjunction-jupiter-saturn-to-come-very-close-on-december-21-after-nearly-400-years-4247996/

 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা