• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন, আলোচনাসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (০৫ মার্চ) সকালে জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা খানম, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের জেলা কর্মকর্তা কাওছারুল হক, সহকারী প্রোগ্রামার সোলায়মান হোসেন, প্রশিক্ষণার্থী রাইসা বেগম, জোবেদা মান্নান, রেবেকা সুলথানা, খুরশিদা আক্তার, দিপঙ্কর দাস, মনিরা সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, পুরুষের পাশাপাশি নারীদের সমান মর্যাদা দিয়ে সংসদে ৩৩ শতাংশ নারী কোটা বাস্তবায়নের করতে হবে। নারীর ক্ষমতায়ন ও জনপ্রতিনিধিত্ব আইন বাস্তবায়নের দাবি করেন বক্তারা। তারা আরও বলেন, আজ থেকে নারীরা যাতে বাসে, অফিস আদালতে স্কুল-কলেজে নির্যাতনের শিকার না হয়। সবক্ষেত্রে যাতে মর্যাদা পায় সোনার বাংলাদেশে আমরা এ প্রত্যাশা করছি।মানববন্ধন, আলোচনাসভা ও সমাবেশে বাগেরহাটের বিভিন্ন সংগঠনের দুই শতাধিক নারীরা অংশগ্রহণ করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা