• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আজ থেকে ব্যাংক লেনদেন ৩ ঘণ্টা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

সরকার ঘোষিত বর্ধিত সাধারণ ছুটিতে আজ রবিবার (৫ এপ্রিল) থেকে ব্যাংকিং লেনদেন চলছে তিন ঘণ্টা। সকাল ১০টা থেকে দুপুর ১টার পর্যন্ত চলছে এই ব্যাংক লেনদেন। ব্যাংক লেনদেনের এই সময়সূচি পুনঃনির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক।

বর্ধিত সাধারণ ছুটি অনুযায়ী আজ রবিবার থেকে বৃহস্পতিবার এই পাঁচদিন ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। তবে ব্যাংকিং লেনদেন হবে দুপুর ১টা পর্যন্ত। অর্থাৎ ব্যাংক লেনদেন হচ্ছে তিন ঘণ্টা। 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। তবে গ্রাহকের লেনদেনের সুবিধার্থে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির পাঁচ দিন সীমিত আকারে ব্যাংক খোলা রাখার বিষয়ে গত ২৪ মার্চ প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

ওই প্রজ্ঞাপনে ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা ব্যাংকিং লেনদেন চালু রাখার কথা জানানো হয়। আর আনুষঙ্গিক অন্য কাজের জন্য ব্যাংক খোলা রাখা হয় দুপুর দেড়টা পর্যন্ত। তবে বুধবার সরকার সাধারণ ছুটির সময় বাড়িয়ে ১১ এপ্রিল করে। ফলে সাধারণ ছুটিকালীন ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল এই ৫ দিন ব্যাংক ৩টা পর্যন্ত খোলা থাকবে। আর লেনদেন হবে দুপুর ১টা পর্যন্ত।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা