• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পরেও কতক্ষণ জীবিত থাকে করোনাভাইরাস?

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

চীনে ধ্বংসলীলা চালিয়ে ইতালি, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা এবং বাংলাদেশেও প্রভাব বিস্তার করেছে করোনাভাইরাস। আর এটি যে কতোটা শক্তিশালী সেটি সবারই জানা। বিজ্ঞানী ল্যাবে নিজেদের ঘুম হারাম করে দিয়েছেন এই রোগের প্রতিষেধক তৈরি করতে। কিন্তু ক্যানিক্যাল ফ্লাস্ক আর মাক্রোস্কপের নিচে এখনো সীমাবদ্ধ ভাইরাসটির নিরাময়ের অ্যান্টিডোট।

এখনো কোন প্রতিষেধক তৈরি হয়নি করোনা ভাইরাসের। করোনা ভাইরাস কতটা শক্তিশালী তা সকলেরই জানা কারণ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পরে এই ভাইরাস এবং তার জীবনাশক্তি অনেকটাই বেশী।

কিন্তু সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, একজন করোনায় আক্রান্ত ব্যাক্তির শরীরে কতক্ষণ জীবিত থাকতে পারে এই ভাইরাসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে কাজ করা এক চিকিৎসক জানিয়েছেন করোনা আক্রান্ত ব্যাক্তির মৃত্যু ঘটলেও পরীক্ষা করে দেখা গিয়েছে তার শরীরে প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত জীবিত থাকে ওই ভাইরাস।

তাই করোনায় মৃত কোনো ব্যাক্তিকে মৃত্যুর ৬ ঘণ্টার মধ্যে ছুলে করোনা সংক্রমণ ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই করোনায় মৃত ব্যাক্তিদের খুবই সাবধানতার সঙ্গে কবর দেয়া বা পোড়ানো হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন পোড়ানো বা কবর দেবার জায়গা যেন কোনোভাবেই পানীয় জলের উৎসের কাছাকাছি না হয়। সেক্ষেত্রেও করোনা সংক্রমণ ঘটার আশঙ্কা থেকে যায়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা