• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

অবশেষে ঢাকা সিটি নির্বাচনে আসল উদ্দেশ্য ফাঁস করলেন ফখরুল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  


ঢাকা সিটি নির্বাচনে আ’লীগের ক্লীন ইমেজের দুই প্রার্থীর বিরুদ্ধে বিএনপির দুই ‘আনকোরা’ প্রার্থীর পরাজয় আগে থেকেই বুঝতে পেরে নিজেদের আসল উদ্দেশ্য ফাঁস করলেন মির্জা ফখরুল। গত দশ বছরে মাঠের রাজনীতি থেকে ছিটকে পড়া দল নিয়ে কোন ফলপ্রসূ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন তারা। তাদের কোন আন্দোলনেই জনগণের সাড়া পায়নি। যে কারণে ঢাকা সিটি নির্বাচনকে টার্গেট করা হয়েছে। বিভিন্ন ছল ছুঁতোয় নির্বাচনকে বিতর্কিত করে দেশে ও দেশের বাইরের সহানুভূতি পাওয়ার চেষ্টা করবে বিএনপি। তাদের সে উদ্দেশ্যই নির্বাচনী প্রচারণায় প্রকাশ করে দিলেন মির্জা ফখরুল। 

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মিরপুর ৬ নম্বর সেকশনে তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়ে গণসংযোগকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, 'নির্বাচনকে আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। দেশনেত্রীর মুক্তি ও ঢাকাবাসীকে নাগরিক কষ্ট থেকে মুক্তি দিতে তাবিথ কর্মসূচি নিয়েছেন।’ 

মির্জা ফখরুল বলেন, এ নির্বাচনকে আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণকে সম্পৃক্ত করার আন্দোলন হিসেবে নিয়েছি। আমরা বিশ্বাস করি, দেশনেত্রীর মুক্তি ও ঢাকা নগরবাসীকে নাগরিক কষ্ট থেকে মুক্তি দিতে তাবিথ আউয়াল যে কর্মসূচি নিয়েছেন, সে কর্মসূচিতে জনগণ একত্রিত হবেন ।

দেশের সচেতন নাগরিক সমাজ নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি মির্জা ফখরুলের আহম্মকি চিন্তা বলে মনে করছেন। দূর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার মুক্তি সমম্পূর্ণ আদালতের ব্যাপার। নির্বাচনের সাথে এর সম্পর্ক কি সেটা বোধগম্য নয়। তবে বিএনপি নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছেন এ বিষয়টি মির্জা ফখরুল স্পষ্ট করেছেন। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা