• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

অপেক্ষা বাড়লো ঐশ্বরিয়ার জন্য

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

কলকাতার বাংলা থিয়েটারের কিংবদন্তী অভিনেত্রী বিনোদিনী দাসী। এ চরিত্রে অভিনয় করবেন ১৯৯৪ সালের বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এই ছবির পরিচালনায় আছেন প্রদীপ সরকার। কথা ছিলো বিনোদিনী দাসীর জীবন কাহিনি নিয়ে নির্মিতব্য এই ছবির কাজ চলতি বছরেই শুরু করা হবে। কিন্তু তা হচ্ছে না।

করোনার কারণে ‘নটী বিনোদিনী’ নামের ছবিটির নির্মাণকাজ পিছিয়ে গেল। পরিচালক বলছেন সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের মার্চে তিনি এই ছবির শুটিং শুরু করবেন। তাই নটী বিনোদিনীর চরিত্রের ঐশ্বরিয়াকে দেখার অপেক্ষাটি আরও বাড়লো।

একটি ভারতীয় দৈনিকের সাথে আলাপকালে প্রদীপ সরকার বলেন, ‘পরিস্থিতির উপর নির্ভর করে ২০২১ সালের মার্চ মাসে ছবির কাজ শুরু করবো ভাবছি। এখন পর্যন্ত আশা করছি যে আগামী বছরের মধ্যে কোনো না কোনো ভ্যাকসিন চলে আসবে মানুষের হাতে। এই সংকটাবস্থা কেটে যাবে।’

প্রসঙ্গত, বিনোদিনী দাসী ছিলেন বাংলা থিয়েটার জগতের কিংবদন্তী অভিনেত্রী। যৌনপল্লীর অন্ধকার জীবন থেকে ১২ বছর বয়সে তিনি নাট্যমঞ্চে পা রাখেন। টানা প্রায় ১০ বছর ধরে তিনি ৮০টিরও বেশি চরিত্রে অভিনয় করেন তিনি। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের শিক্ষায় আন্ধকার জীবন থেকে আশা বিনোদিনী আলোকিত করছিলেন বাংলা মঞ্চকে। তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব।

গিরিশ ঘোষের শিষ্যা তিনি ঠিকই, কিন্তু বিনোদিনীর আত্মত্যাগেই যখন তৈরি হল স্টার থিয়েটার, তখন বঞ্চিত হলেন তিনি। গিরিশবাবুও বিনোদিনীকে যথার্থ মর্যাদা দিলেন না। বিনোদিনীর নামে হল না থিয়েটার হল। পরবর্তীকালে আত্মজীবনী লেখেন তিনি। সেই আত্মজীবনীই প্রদীপ সরকারের মূল হাতিয়ার।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা