• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

অনুদানের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন অপু বিশ্বাস

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০  

এক দশক ধরে ঢাকাই চলচ্চিত্র কাঁপিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারে প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। যার মধ্যে ছিল বহু ব্যবসাসফল সিনেমা। এবার সরকারি অনুদানের সিনেমায় নাম লেখালেন এই অভিনেত্রী। অনুপম কথাচিত্রের ব্যানারে অক্টোবরেই সিনেমাটির শুটিং শুরু হবে।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় এই সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নায়ক নিরব। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি।

রাজধানীর একটি রেস্তোরাঁয় চুক্তিবদ্ধ হন সিনেমার অভিনেতারা

রাজধানীর একটি রেস্তোরাঁয় চুক্তিবদ্ধ হন সিনেমার অভিনেতারা

শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এই সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ সিনেমাটির প্রযোজক, পরিচালক ও অভিনেতা।

সিনেমাটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ছায়াবৃক্ষ সিনেমার গল্প চা শ্রমিকদের জীবনের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে। গল্পটি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার চরিত্রটিও আমার বেশ পছন্দ হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা