• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

অনলাইনে ক্লাস নেবে বাঙলা কলেজ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০  

করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এতে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারি বাঙলা কলেজের বিভাগভিত্তিক অনার্স ও মাস্টার্সের ক্লাস অনলাইন নেওয়ার নির্দেশ দিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. ফেরদৌসী খান।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি বাঙলা কলেজের বিভাগীয় প্রধানদের জানানো যাচ্ছে যে, দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে সংকটময় সময়ে অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে বিভাগভিত্তিক ফেসবুক গ্রুপ তৈরি করার জন্য অনুরোধ করা হলো।

বিভাগভিত্তিক ফেসবুক গ্রুপে সংশ্লিষ্ট বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থীদের যুক্ত হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি বাঙলা কলেজের অনার্স এবং মাস্টার্স শ্রেণির কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা