• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আজ হোয়াইটওয়াশের ম্যাচটি বৃষ্টিতে ধুয়ে যাওয়ার শঙ্কা!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে টি-২০ সিরিজ আগেই নিজেদের করে নেয় বাংলাদেশ দল। এবার হোয়াইটওয়াশের পালা। শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়। 

প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচটি বৃষ্টিতে ধুয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। দেশজুড়ে বিভিন্ন সময় বিভিন্ন জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। সঙ্গে বজ্রসহ তুমুল বৃষ্টিপাত হচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রামেও আজ বিকেলে কালবৈশাখী ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শঙ্কা মূলত বিরূপ আবহাওয়ার কারণে।

যদি দ্বিতীয় ম্যাচের মতো বৃষ্টিতে খেলা শুরু করা না যায় এবং তুমুল কালবৈশাখী বয়ে যায়, তাহলে খেলা নাও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, আশার কথা হলো বৃষ্টি, ঝড় যাই হোক- তা খানিক সময়ের জন্য। বৃষ্টি শেষ হওয়ার পর দ্রুত মাঠ তৈরি করে খেলা শেষ করারও সম্ভাবনা রয়েছে।

ওয়ানডেতেও একটি ম্যাচ বৃষ্টিতে ধুয়েমুছে গিয়েছিল। যার ফলে বাংলাদেশ জিতেছিল ২-০ ব্যবধানে। এবার টি-২০ সিরিজ কি ২-০ হবে, নাকি ৩-০ হবে? নাকি হবে ২-১? তাই দেখার পালা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা