• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

যে মন্ত্রে সফল বাংলাদেশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ডকে টি-২০তে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ইংলিশদের হোয়াইট ওয়াশের লজ্জা দিয়ে আত্মবিশ্বাসে উড়ছে টাইগার বাহিনী। এরই ধারাবাহিকতায় আগ্রাসী ও দুর্দান্ত ক্রিকেট খেলে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে পরাস্থ করেছেন তামিম-সাকিবরা।

এবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আয়ারল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সোমবার চট্টগ্রামে আধিপত্য দেখিয়ে আইরিশদের বিপক্ষে ২২ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে টিম টাইগার্স।

বাংলাদেশ ক্রিকেটের হঠাৎ বদলে যাওয়া ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। তবে এ বদলের শুরুটা কোথায়?

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই বদলে যেতে শুরু করেছেন টাইগাররা। একের পর এক উপহার দিচ্ছেন দারুণ জয়। 

তাসকিন বলছেন, বাংলাদেশ ক্রিকেট দলকে ব্যর্থতার ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছেন হাথুরু।

আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, আসলে ফেয়ার অব ফেইলরের ভয়টা আটকে ছিল। ফ্রি ক্রিকেট খেলতে বলা হচ্ছে, প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট থেকে। সবাই সাপোর্ট করছে।

তিনি আরো বলেন, মাঠের খেলাতে মনোযোগী হতে ম্যানেজমেন্ট থেকেও ফ্রিডম দেওয়া হচ্ছে। দ্বিধাদ্বন্দ্ব না থেকে সেরাটা উজার করে স্বাধীনভাবে খেলছি। এই গেমটা আনতে হবে মাঠে, অ্যাগ্রেসিভ ক্রিকেট। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা