• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আইপিএলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন সাকিবরা!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

বারের ভারতীয় ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএলে খেলবেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন- অলরাউন্ডার সাকিব আল হাসান, পেসার মুস্তাফিজুর রহমান ও উইকেট-কিপার ব্যাটার লিটন দাস। ঘরের মাঠে সিরিজ থাকায় সহসাই আসরটিতে যোগ দিতে পারছেন না সাকিব-লিটনরা। প্রতি বছর এমনটি ঘটে। যার ফলে আসরটির ক্ষতি হয়। ফলে গুঞ্জন উঠেছে আগামী আইপিএলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন সাকিবরা!

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বিষয়টি তথ্য নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ বোর্ড এভাবে অসহযোগিতা করলে ভবিষ্যতে সাকিবরা আইপিএলে হয়তো কোনও দলই পাবেন না। সেই দেশের ক্রিকেটারদের অগ্রাহ্য করা হবে নিলামের সময়।’

এর আগে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে বিসিবি বরাবর আবেদন করেন সাকিব-লিটনরা। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট রেখে তাদের আইপিএল খেলতে যেতে দিতে নারাজ বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। আইরিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে তিনি এই কথা জানান।

শুধু মাত্র বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে এমনটি প্রযোজ্য নয় একই শাস্তি পেতে পারেন শ্রীংলকান ক্রিকেটার ক্ষেত্রেও। কারণে অনেক সময় দেশের ক্রিকেট ম্যাচ ও আইপিএলের সময় থাকায় আসরটিতে যোগ দিতে পারেন না তারা। ফলে এমন শাস্তি পেতে পারেন তারাও। 

এ বিষয়ে এক ওয়েবসাইটে এক ফ্র্যাঞ্চাইজি মালিক বলেছেন, ‘আমাদের অভিযোগ করার কোনো জায়গা নেই। কারণ ক্রিকেটারদের ব্যাপারে বিসিসিআই বাকি বোর্ডগুলোর সঙ্গে সমঝোতা করে। কিন্তু সামনে থেকে কিছু দেশের ক্রিকেটার নেওয়ার ব্যাপারে দলগুলো সতর্ক হয়ে যাবে।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা