• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সুখবর পেলেন লিটন-শান্ত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ সিরিজে ধবল ধোলাই করে অনন্য এক কীর্তি গড়েছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ততম এ সংস্করণে ‘আন্ডারডগ’ তকমাকে ছাপিয়ে নিজেদের সেরাটা দিয়েই ইংলিশদের পরাস্থ করেছে টাইগার বাহিনী।

ইংল্যান্ডকে নাস্তানাবুদের পেছনে টাইগারদের দলীয় পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে। তবে ব্যাটিং ইউনিটে নাজমুল হোসেন শান্তর অবদান খানিকটা বেশিই। কেননা টি-২০ সিরিজের তিন ম্যাচের একটিতে অর্ধ শতক ও দুটিতে খেলেছেন চল্লিশোর্ধ ইনিংস। এতে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজেও হয়েছেন সিরিজ সেরা। 

এবার আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি) থেকে সুখবর পেলেন শান্ত।  আন্তর্জাতিক টি-২০তে ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন তিনি। একই সঙ্গে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে লিটন কুমার দাসেরও।

বুধবার পুরুষ ক্রিকেটারদের নতুন ব্যাটিং তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ তালিকায় শান্ত ও লিটন দুইজনই জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা অবস্থানে।

নতুন তালিকায় ৬৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত। এতে টি-২০তে বাংলাদেশি ব্যাটসম্যানদের টপকে গেছেন তিনি। 

এছাড়াও বাংলাদেশের ওপেনার লিটন এগিয়েছেন ৯ ধাপ, উঠে এসেছেন আগের সেরা ২২ নম্বরে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শান্ত। পরের দুই ম্যাচেই ছিলেন তিনি অপরাজিত, করেন যথাক্রমে ৪৬ ও ৪৭ রান। সিরিজের সর্বোচ্চ ১৪৪ রান তার।

এদিকে প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন লিটন, করেন কেবল ১২ ও ৯ রান। তৃতীয় ও শেষ ম্যাচে জ্বলে ওঠেন এই ওপেনার। ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা