• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ইংল্যান্ড শিবিরে শুরুতেই তাসকিনের আঘাত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে আজ ইংল্যান্ডের বিপক্ষে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ অনন্য এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে টাইগাররা। যেখানে জিতলেই প্রথমবারের মতো ইংল্যান্ডকে সিরিজ হারানোর স্বাদ পাবে লাল-সবুজের দল।

এমন ম্যাচে শুরুতেই ইংলিশ শিবিরে আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩ ওভারে এক উইকেটে ২১ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এদিন ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফিল সল্ট ও ডেভিড মালান।

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও মালানের ভাগ্যে পরিবর্তন হয়নি। তাকে থার্ড ম্যান অঞ্চলে হাসান মাহমুদের তালুবন্দী করেন তাসকিন আহমেদ। এর আগে এ ব্যাটার করেন ৫ রান।

দ্বিতীয় টি-২০তে এক পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। শামীম পাটোয়ারির জায়গায় দলে ঢুকেছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা