• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২  

‘লিটন দাস ইজ পেইন্টিং মোনালিসা হিয়ার ইন টনটন টুডে’, ২০১৯ বিশ্বকাপে ইয়ান বিশপের ওই বিখ্যাত কমেন্ট্রিটাই যেন মনে করিয়ে দিলেন লিটন দাস। প্রতিটি শটে দিলেন শিল্পীর তুলির আঁচড়। লিওনার্দো দ্য ভিঞ্চি হয়ে যেন আঁকলেন মোনালিসা।

এক প্রান্তে যখন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল; লিটনের সেসবে থোড়াই কেয়ার! প্রতিটি শটে মুগ্ধ করলেন দর্শকদের। এক ওভারে চারটা বাউন্ডারি হাঁকিয়ে ৪৮ থেকে চলে গেলেন ৬৮ রানে। লিটন যেন এখানে হয়ে উঠলেন উন্মত্ত সেই শিল্পী, যার কাছে দুনিয়ার সবকিছু তখন তুচ্ছ।

তার কেবল ব্যাটিংটা দরকার। ১০ বলে লিটন করেছিলেন ৩১ রানও। হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পূর্ণ করতে লিটন খেলেছেন কেবল ১০৬ বল। কিন্তু কোথাও তাকে মনে হয়নি, বাড়াবাড়িটা বোধ হয় করে ফেললেন!

দারুণ ইনিংসটার সমাপ্তি অবশ্য হয়েছে দ্রুতই। তবে সেটা আম্পায়ারস কলে। জেমিসনের বল প্যাডে লেগেছিল তার। আম্পায়ার আঙ্গুুল তুলে দিয়েছিলেন। পরে দেখা যায় আম্পায়ারস কল হয়েছে। ১১৪ বলে ১০২ রান করে সাজঘরে ফেরত যান লিটন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা