• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

লাল কার্ড না দেখানো নিয়ে প্রশ্ন, সেমিতে মোহামেডান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

প্রথমার্ধে সেভাবে আক্রমণের পসরা মেলে ধরতে পারেনি কেউই। ড্রেসিং রুম থেকে ঘুরে এসে পাল্টে গেলো ম্যাচের চিত্র। আট মিনিটের ঝড়ে ঐতিহ্যবাহী মোহামেডান দুই গোলে এগিয়ে গেলো। শেষ মুহূর্তে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ফেডারেশন কাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে শন লেনের দল। রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডান জিতেছে ২-১ গোলের ব্যবধানে।

গত বছর সাইফ স্পোর্টিংয়ের কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার থেকে বিদায় নিয়েছিল মোহামেডান। এবার তারা সেরা চারে জায়গা করে নিয়েছে। অন্যদিকে গতবারের সেমিফাইনালিস্ট চট্টগ্রাম আবাহনীর পথচলা থামলো কোয়ার্টর ফাইনালে।

এদিন কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারতো মোহামেডান। দ্বিতীয় মিনিটেই আক্রমণ শানায়। কিন্তু ডান দিক থেকে ওবি মনেকের নিচু ক্রস সুলেমানে দিয়াবাতে ও শাহেদ মিয়া দুজনই নিয়ন্ত্রণ নিতে গিয়ে তালগোল পাকিয়ে নষ্ট করেন সুযোগ। এরপর অবশ্য দুদলের খেলাতে সেভাবে গতি দেখা যায়নি! বল নিয়ে মধ্যমাঠেই ঘোরাফেরা করতে দেখা গেছে।

তবে ৩৫ মিনিটে হঠাৎই ম্যাচে প্রাণ ফিরে। পোস্ট ছেড়ে বেরিয়ে প্রায় ৪০ গজ দূরে এসে হাত দিয়ে বল ঠেকিয়ে চট্টগ্রাম আবাহনীর আক্রমণ নস্যাৎ করে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসাইন। ফাউলের বাঁশি বাজান রেফারি। চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা লাল কার্ডের আবেদন জানালেও রেফারি সুজনকে দেন হলুদ কার্ড।

একটু পরই রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে ম্যাচ কমিশনার সুজিত কুমার ব্যানার্জির কাছে আবেদন জানাতে প্রেস বক্সে চলে আসেন চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ। ক্ষোভও প্রকাশ করেন। সুজিত ভিডিও দেখে পরে ‘বিষয়টি দেখার’ প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দেন।

বিরতির পর এসেছে তিনটি গোল।

৬৫ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। অনিক হোসেনের ছোট পাসে বক্সের ভেতর থেকে শাহেদের প্লেসিং শট আরাফাত হোসেনের পা ছুঁয়ে জালে জড়ায়।

৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। গোলকিপার সাইফুল ইসলামের পাস পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি কামরুল। বলের দিকে ছুটে আসেন মোহামেডানের শাহরিয়ার ইমন। তাড়াহুড়ো করে কামরুল ক্লিয়ার করতে শট নিয়েছিলেন, কিন্তু বল ইমনের পায়ে লেগে চোখের পলকে জালে জড়ায়।

যোগ করা সময়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড থ্যাঙ্কগড হেডে ব্যবধান কমান। কিন্তু তাতে করে হার এড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা