• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেশে ফিরেই অনুশীলনে তামিম

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১  

চোটের কারণে লম্বা সময় পুনর্বাসন শেষে মাঠের অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশের বাইরে থেকে ফিরে রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে সাদা বলে ব্যাট করেছেন টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে না থাকা ওপেনার।

অন্য নেট বোলারদের সঙ্গে তামিমকে বোলিং করেছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের হাঁটুর অবস্থা ভালোর দিকে, ‘জিম ও ট্রেডমিলে তামিম দৌড়াতে পারলেও মাঠে দৌড়াতে এখনো পারছে না। ও দেশের বাইরে থেকে ফিরেছে সবে। আজ ব্যাটিং অনুশীলন করেছে। কেমন বোধ করছে সেটি জানার পর পরবর্তী অ্যাসিসমেন্ট হবে। ক্রিকেটে ফেরার জন্য সামনের কয়েকটা দিন তামিমের জন্য গুরুত্বপূর্ণ।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও নেপালে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে তামিমের। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) নামের টুর্নামেন্টটি হওয়ার কথা। ২৩ সেপ্টেম্বর তামিম নেপাল যাবেন।

হাঁটুতে চোট থাকায় গত ২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টি না খেলে দেশে ফিরে আসেন তামিম। ছিলেন না ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা