• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জয় দিয়ে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১  

জয় দিয়ে আফগানিস্তান যুব দলের  বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ১৬ রানে হারিয়েছে আফগানিস্তানকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

সিলেট আন্তর্র্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে স্বাগতিকরা। 

এরপর ৬০ রানের জুটি গড়েন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লা। নাবিল ৪২ ও মোল্লা ২২ রানে আউট হলে, বিপদ বাড়ে বাংলাদেশের। ছয় নম্বরে থেকে পরের দিকের ব্যাটসম্যানরা এক অংকেই বিদায় নেন। এক প্রান্ত আগলে দলকে মামুলি সংগ্রহ এনে দেন অধিনায়ক মেহরব হাসান । শেষ পর্যন্ত ৩৮ দশমিক ৩ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায়  বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে ৫৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৯ রান করেন মেহরব। আফগানিস্তানের বিলাল সামি ২১ রানে ৪ উইকেট নেন। 

১৫৪ রানের পুঁিজ নিয়ে দারুন লড়াই করেন বাংলাদেশের বোলাররা। ৪৮ দশমিক ২ ওভারে ১৩৮ রানে আফগানিস্তানকে অলআউট করে দেয় তারা। চারজন ব্যাটসম্যান দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন সুলিমান সাফি । বাংলাদেশের রিপন মন্ডল ২০ রানে ৪ উইকেট নেন। 

একই ভেন্যুতে সিরিজের পরের ম্যাচ ১২ সেপ্টেম্বর। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা