• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ইউটিউবে অ্যাড ফ্রি ভিডিও দেখার উপায়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। সময় পেলেই সিনেমা, নাটক, খেলা বা ভ্লগ দেখেন। তবে খুব মজার কোনো ভিডিও বা সিনেমার কোনো ক্লাইম্যাক্স কিংবা খেলার কোনো টানটান উত্তেজনার মুহূর্তে বিরক্তিকর বিজ্ঞাপন দেখতে হচ্ছে। ভিডিও দেখার মুডই নষ্ট হয়ে যায় এতে।

আগে ভিডিও শুরুর আগে একটা বিজ্ঞাপন দেখানো হত। তবে এখন শুরুতে এবং মাঝে ২-৩টি বিজ্ঞাপন দেখায় ইউটিউব। এসব বিরক্তিকর বিজ্ঞাপন থেকে বিনামূল্যে মুক্তি পেতে পারেন। এজন্য কোনো সাবস্ক্রিপশনেরও প্রয়োজন হবে না। চলুন দেখে নেওয়া যাক বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়াই কীভাবে ইউটিউবে ভিডিও দেখবেন-

এজন্য ব্রাউজারে বিশেষ এক্সটেনশন ইনস্টল করে নিন। ‘অ্যাডব্লক ফর ইউটিউব’ এক্সটেনশনটি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে ইনস্টল করে নিন। এতে ইউটিউবের ভিডিও দেখার সময় বিজ্ঞাপনের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। গুগল, মজিলা ফায়ারফক্স স্ব ব্রাউজারে এই এক্সটেনশন সাপোর্ট রয়েছে। চাইলে মোবাইল থেকেও ব্লক করতে পারবেন ইউটিউব বিজ্ঞাপন।

স্মার্টফোনে বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চাইলে-
>> প্রথমে স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে যান।
>> ডেক্সটপ মোড ওপেন করুন।
>> এখানে ইউটিউব লিখে সার্চ দিন।
>> এরপর নিজেদের পছন্দমতো ইউটিউবের যে কোনও একটি ভিডিও প্লে করুন।
>> সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবের টি’-এর পর একটি ‘হাইফেন (-)’ বসিয়ে দিন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা