• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড হ্যাক !

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১  

সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড হ্যাক হয়েছে বিশ্বজুড়ে। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ক্লাউড স্টোরেজ থেকে পাসওয়ার্ডগুলো হাতিয়ে হ্যাকাররা হাতিয়ে নিয়েছে বলে জানায় সংস্থাটি। তবে পাসওয়ার্ডগুলো হ্যাকারদের দখল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

এনসিএ আরও জানায়, উদ্ধার হওয়া পাসওয়ার্ডগুলো ‘হ্যাভ আই বিন পনড’ ডেটাবেজে মজুদ করা হয়েছে। এনসিএ সূত্রের খবর, কয়েক দিন আগে এ বিপুলসংখ্যক পাসওয়ার্ড ক্লাউড স্টোরেজ থেকে হ্যাক করা হয়।

সাধারণ অনলাইনের নিজের ব্যবহৃত সব অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নির্দিষ্ট বিরতিতে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেয় সবাই। ব্যাংক এবং বিভিন্ন আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো পাসওয়ার্ড পরিবর্তনে অনেক সময় বাধ্য করে। কিন্তু এত কিছুর পরও যে আমরা নিরাপদ না, তার প্রমাণ এই ২২ কোটি পাসওয়ার্ড হ্যাক।

এই ২২ কোটি হ্যাক হওয়া পাসওয়ার্ডের মধ্যে একটি হতে পারে আপনার যেকোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড। আর এ কারণে আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে থাকরে তা দ্রæত পরিবর্তন করাই শ্রেয়। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না তা জানতে যঃঃঢ়ং://যধাবরনববহঢ়হিবফ.পড়স- এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের ম্যানুবার থেকে পাসওয়ার্ড অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর আপনার পাসওয়ার্ডটি এখানে প্রদান করতে আপনি ‘পনড’ কি না, তা চেক করা যাবে।

এনসিএ দাবি করেছে, এই ওয়েবসাইটটি নিরাপদ এবং হ্যাক হওয়া ব্যক্তিরা যেন তাদের পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা, তা যাচাই করতে পারে সে জন্য হ্যাক হওয়া সব পাসওয়ার্ড এই ওয়েবসাইটের ডাটাবেজে সংরক্ষণ করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা