• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পেপার শ্রেডার কী? এর কিছু সুবিধা- অসুবিধা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

কাগজ শ্রেডার বা পেপার শ্রেডার হলো একটি মেকানিক্যাল ডিভাইস যা কাগজকে অতিসূক্ষ্ম কণায় কাটতে ব্যবহারিত হয়। সাধারণত কোন সরকারী সংস্থার কাগজপত্র, ব্যবসায় ব্যবহৃত কাগজ পত্র এবং যে কোন ব্যক্তিগত কাগজপত্র অথবা সংবেদনশীল ডকুমেন্টগুলি অত্যন্ত গোপনীয়তার সহিত ধ্বংস করতে পেপার শ্রেডার (paper shredder) ব্যবহরিত হয়। অনেক সময়ই দেখা গেছে যে অতি গুরুত্বপূর্ণ কাগজপত্র গুলোর কপি কিংবা আসল ডকুমেন্টিই ধ্বংস করার প্রয়োজন হয়ে পরে কারণ আমাদের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ীক কাজে ব্যবহৃত কাগজ পত্রের কপি যদি অন্যের হাতে পরে যায় তাহলে সেটা আমাদের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে।

আপনার আমার আশেপাশে এমন অনেকেই রয়েছে যারা কিনা আপনার ফেলে দেওয়া কাগজকে কাজে লাগিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করে যাচ্ছে। এতে কিন্তু যে কোন সময়ই আপনার কোন ধরনের অপরাধ না করেও আইনিভাবে ফেসে যাওয়ার আশংকা রয়েই যায়। তাই আপনার অতিগুরুত্বপূর্ণ বা ব্যাক্তিগত সব কাগজপত্র ডাস্টবিনে ফেলার আগে একদম ব্যবহার অনুপযোগী করে তারপর ডাস্টবিনে ফেলা উচিত যেই কাজটিই পেপার শ্রেডারের করে থাকে।

পেপার শ্রেডারের কিছু সুবিধা :-

  • আকর্ষনীয় ডিজাইনের হওয়ায় এটি যে কোন অফিসের যে কোন জায়গাতেই শোভা পায়।
  • বহন করা সহজ এবং যে কোন স্থানে সহজে সরানো যায়।
  • বিদ্যুৎচালিত হওয়ায় কোন ধরনের ঝামেলা নেই বললেই চলে।
  • এর ভিতরে পর্যাপ্ত জায়গা থাকায় ঘন ঘন কাটা কাগজ পরিষ্কার করার প্রয়োজন হয় না।
  • মেশিনে কাগজ ইনপুট ও আউটপুটের সিস্টেমটিও ঝামেলাবিহীন।

পেপার শ্রেডারের (paper shredder) কিছু অসুবিধা :-

  • তুলনামূলক আকারে একটু বড় হওয়ায় যে কোন স্থানে রাখার জন্য একটু জায়গা বেশি লাগে।
  • অনেক বেশি কাগজ ধ্বংস বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ব্যবহারের অনুপযোগী।
আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা