• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

স্যাটেলাইট পাঠিয়ে স্পেসএক্স-এর নতুন রেকর্ড

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

টেক বিলিয়নিয়ার এলন মাস্কের মালিকানাধীন বেসরকারি রকেট কোম্পানি স্পেসএক্স মহাকাশে আবারও রেকর্ড গড়লো। একটি ফ্যালকন নাইন রকেটে ১৪৩টি স্যাটেলাইট এবং স্পেস ক্রাফট পাঠান হলো মহাকাশে।

ট্রান্সপোর্টার-১ নামে ওই উৎক্ষেপকের সাহায্যে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়। খবর আনাদোলুর, রয়টার্স

আবহাওয়ার সুবিধাজনক না হওয়ায় নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর ফ্লোরিডায় স্পেসেক্সের উৎক্ষেপণ কেন্দ্র থেকে ট্রান্সপোর্টার-১ ছোট ওই স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করেছে।

ফ্যালকন নাইনে ১৩৩টি সরকারি এবং বেসরকারি সংস্থার স্পেস ক্রাফট ছিল। ১০টি স্পেসএক্সের নিজস্ব স্যাটেলাইট ছিল। অরবিটে এ ধরনের ৮০০টি স্যাটেলাইট প্রতিস্থাপনের কাজ করছে তারা। ওই স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ডের কাজ করা হচ্ছে।

অরবিটে ওই স্যাটেলাইট এবং স্পেস ক্রাফট পৌঁছে দিয়ে দুই ঘণ্টার মধ্যে অ্যাটলান্টিক মহাসাগরে ভেঙে পড়ে ফ্যালকন নাইন রকেটটি। ওভাবেই রকেটটিকে প্রোগ্রাম করা হয়েছিল।

এদিকে এক গবেষণায় দেখা গেছে  স্টারলিংকের অন্তত তিন শতাংশ স্যাটেলাইট নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে! এর ফলে মহাকাশযান ও নভোচারীরা ঝুঁকির মুখে পড়তে পারে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা