• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য কোরআনের আমল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ মে ২০২৩  

একজন মানুষের সুস্থ-স্বাভাবিক জীবনযাপনে উত্তমসঙ্গী অপরিহার্য। আর উত্তম জীবনসঙ্গী প্রত্যাশা থাকলেও শতভাগ পূরণ হয় না অনেকের ক্ষেত্রে। এতে করে অনেকের জীবনে বিষাদও নেমে আসে।

তাই জীবনসঙ্গী গ্রহণের আগে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে কল্যাণকর সঙ্গীর জন্য দোয়া করা আবশ্যক।

পবিত্র কোরআনুল কারিমে নবী মুসা (.) এর কাহিনি বর্ণিত হয়েছে। সেখানে মুসা (.) এর একটি দোয়াও এসেছে। যে দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তার জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। তার আশ্রয়ের পাশাপাশি উত্তম জীবনসঙ্গীনিরও ব্যবস্থা করে দিয়েছেন। সেই দোয়াটি হলো-

ﺭَﺏِّ ﺇِﻧِّﻲ ﻟِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﺇِﻟَﻲَّ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻓَﻘِﻴﺮٌ

উচ্চারণ: ‘রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির

অর্থ : ‘হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী (সূরা: আল-কাসাস, আয়াত: ২৪)

পবিত্র কোরআনে বর্ণিত আরো একটি দোয়াও করা যায়। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে ইরশাদ করেন-

ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻦَﺍ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ

উচ্চারণ: ‘রাব্বানা-হাবলানা-মিন আজওয়া-জিনা- ওয়া যুররিইয়া-তিনা, কুররাতা ইউনিওঁ, ওয়াজআলনা-লিলমুত্তাকিনা ইমা-মা-’

অর্থ: ‘হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শস্বরূপ করো (সূরা: আল ফুরকান, আয়াত: ৭৪)

 

 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা