• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ইজতেমা ময়দানে জুম্মার নামাজ আদায় করলেন লাখো মুসুল্লি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

ইজতেমা ময়দানে জুম্মার নামাজ আদায় করলেন লাখো মুসুল্লি। এর আগে আম বয়ানে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা মোহাম্মদ ওসমান। এপর্বে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কন্ধলভীর অনুসারীরা। 
সকাল থেকেই জুম্মার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে ঢল নামে মুসল্লিদের। তাবলিগ জামাতের অনুসারীদের সাথে অংশ নেন ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার হাজারো মুসল্লি। জুম্মার নামাজের কাতার ময়দান ছাড়িয়ে দীর্ঘ হয় সড়ক পর্যন্ত। নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। এর আগে ফজরের নামাজের পর আম বয়ানে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। বয়ান করেন পাকিস্তানের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মোহাম্মদ ওসমান।  ৯১টি খিত্তায় অবস্থান করছেন দেশ-বিদেশ থেকে আগত লাখো মুসল্লি। এপর্বে যোগ দিয়েছেন প্রায় ৬ হাজার বিদেশি মেহমান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানিয়েছেন, মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত আছে পর্যাপ্ত পুলিশ ও র‌্যাব সদস্য।  রোববার যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৬তম আসরের দ্বিতীয় পর্ব। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা