• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

হাজিদের কেমন বাসায় রাখা হয়েছে, সরেজমিন পরিদর্শনের নির্দেশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২  

সৌদি আরবে পাঠানো হজযাত্রীদের প্রতিশ্রুতি অনুযায়ী ভাড়া করা বাসায় রাখা হয়েছে কি না, তা জানতে ৪টি কমিটি করেছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (১৩ জুলাই) বাংলাদেশ হজ অফিসের এক আদেশে এতথ্য জানা যায়। কমিটিকে প্রতিবেদন প্রস্তুতের জন্য কোনো দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়নি।

৪টি কমিটির প্রথম কমিটিতে রয়েছেন ৪ জন। এই কমিটির আহ্বায়ক বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম। বাকি ৩ জন ধর্ম মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও আশকোনার হজ অফিসের প্রতিনিধি। কমিটি-২ এর আহ্বায়ক করা হয়েছে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক মো. নুরুল আমিনকে, কমিটি-৩ এর আহ্বায়ক ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নায়েব আলী মন্ডল, কমিটি-৪ এর আহ্বায়ক রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ। এই ৪ কমিটি মোট ৩৫৯টি হজ এজেন্সির ভাড়া করা বাড়ি/হোটেল নিয়ে প্রতিবেদন দেবে।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন অতিরিক্ত পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩  হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

১৪ জুলাই বৃহস্পতিবার হাজিদের নিয়ে প্রথম হজ ফ্লাইট দেশে ফিরবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা