• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পরিবহন ধর্মঘটে আজও ভোগান্তির শিকার মানুষ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১  

আজও সারাদেশে জ্বালানি তেল বাড়ানোর প্রতিবাদে বন্ধ রয়েছে গণপরিবহন ও পণ্যপরিবহন। এতে দ্বিতীয় দিনের মত চরম ভোগান্তির শিকার মানুষ।

গতদিনের মত আজও রাজধানীর প্রতিটি স্টপেজে দেখা যাচ্ছে যাত্রীদের ভিড়। বিশেষ করে গতকাল পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায় বেশি।

রাজধানীর বাড্ডা বাস স্টপেজে দেখা যায়, উত্তরাগামী কয়েক জন যাত্রীকে। কথা বলে জানা যায়, তারা সদরঘাট থেকে উত্তরা যাওয়ার জন্য বের হয়েছে। রিক্সা, হেঁটে এবং সিএনজি করে এতটুক এসে বিআরটিসি কিংবা কোন যানবাহন পাওয়ার আশায় অপেক্ষমান তারা।

 

অপরদিকে, গতকাল ফেনী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা দিতে আসা তামানা আর তার বাবা বসে আছেন কাউন্টারে। গতরাত আত্মীয়ের বাসায় থেকে আজ ফেনীর যাওয়ার উদ্দেশ্যে বের হলেও পাচ্ছেন না যানবাহন। ভেঙ্গে ভেঙ্গে যেতে চাইলেও ভাড়ার পরিমাণ বেশি হওয়ায় নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন আবার তার সেই আত্মীয়ের বাসায়।

এভাবে রাজধানীর বিভিন্ন স্টপেজে মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে গতকালের ন্যায় আজও চলছে হয়রানি ও ভোগান্তি। যাত্রীরা এর দ্রুত নিরসন চান।

অপরদিকে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে রোববার (৭ নভেম্বর) বৈঠকে বসবে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। ওই বৈঠকে ভাড়া বাড়ানোর ঘোষণা না আসা পর্যন্ত পরিবহণ খাতের এ অচলাবস্থার নিরসন হবে না বলে জানিয়েছেন পরিবহণ সংশ্লিষ্টরা।

যদিও সরকারের তরফ থেকে শুক্রবার পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। ওই আহ্বানে সাড়া না দিয়ে ধর্মঘট অব্যাহত রেখেছেন পরিবহণ সংশ্লিষ্টরা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা