• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডে  রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩  

 দীর্ঘদিনের অবহেলিত সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা হাটখোলা ডা: সুজা উদ্দিনের বাড়ির সামনে থেকে শাঁখারী পাড়া পর্যন্ত এ রাস্তাটি প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, এসময় আরো উপস্থিত ছিলেন ডা: জাহাঙ্গীর হোসেন, প্রফেসর প্রদূত, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী মো. কামরুল আখতার তপু, এসও মো. কামরুজ্জামান শিমুল। এ কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের নাম এস বি ব্রিকস প্রো: মো: আব্দুল কুদ্দুস।

উল্লেখ্য : দীর্ঘদিন পরে এলাকার রাস্তাগুলো নতুন করে আর সি সি ঢালাই করে দেওয়ার জন্য এলাকাবাসী পৌর পরিষদ ও কর্তৃপক্ষের উপর সম্তোষ প্রকাশ করেছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা