• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ শত পিচ ইয়াবা সহ আটক ১

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের গফফার হোসেন গাজীর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুল ইসলাম (২১)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গতকাল রাতে কালিগঞ্জ থানার খারহাট গ্রামের জনৈক প্রেম চন্দ্র হালদারের বাড়ির সামনে রাস্তার উপর হতে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী হাফিজুল কে আটক করে। গতকাল তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, জঙ্গি নাশকথা কারীদের গ্রেপ্তারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা