• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

যুদ্ধাপরাধী মামলায় কারাবন্দি শ্যামনগরের সুরত মেম্বরের মৃত্যু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩  

একাত্তরের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী মামলায় আসামি কারাবন্দি সুরত আলী মেম্বর (৭৬) মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুরত আলী মেম্বর শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর গ্রামের মৃত শের আলী গাজীর ছেলে।
মুক্তিযুদ্ধের সময় পিতাকে হত্যার অভিযোগে শ্যামনগরের সুরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে চন্দনা রানী মন্ডল টুকুর ২০০৯ সালের ২৬ এপ্রিল দায়েরকৃত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী মামলার আসামি ছিলেন তিনি। গত ২১ আগস্ট পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তারানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে সুরত আলী গাজী (৭৬) ও আব্দুল আজিজ গাজী (৮৪) কে গ্রেফতার করে। এর আগে চন্দনা রানী টুকুর দায়ের করা মামলায় জামিনে থাকা ওই দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
সুরত আলী মেম্বরের ছেলে শহীদ-উজ জামান জানান, গত ২১ আগস্ট বাড়ি থেকে গ্রেফতারের পর সাতক্ষীরা কারাগার হতে তাকে ঢাকার কোরনীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। নানাবিধ শারীরিক জটিলতায় ভুগতে থাকায় স¤প্র্রতি কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনদিন পর খবর পেয়ে বুধবার রাতে তারা ঢাকায় পৌঁছানোর পর বৃহস্পতিবার দুপুরের পর তার মৃত্যু হয়। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ নিয়ে তারা বাড়িতে ফেরার অপেক্ষায় রয়েছেন। এর আগে একই মামলায় কারাগারে থাকা অবস্থায় বিএনপি নেতা মহসীন-উল মূলক ও ফজের আলী নামের দুই আসামি চলতি বছরের  ১৯ মে ও ৮ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সুরত আলী মেম্বরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা