• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কুল্যার বজরা খাল খনন কাজ উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে বজরা খাল খনন কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জুন) দুপুর ১২ টায় মোবাইল কনফারেন্সের মাধ্যমে খনন কাজের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। 
ইউনিয়নের পুটিমারী নদী থেকে মহাজনপুর গ্রাম পর্যন্ত দীর্ঘ ১.৭৫০ কি.মি. বজরা খালটি দীর্ঘকাল খনন কাজ না করায় ভরাট হয়ে পয়: নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। এলাকার হাজার হাজার বিঘা জমি ও বহু গ্রামের পানি নিস্কাশনের জন্য এ খালটির বিকল্প নেই। কিন্তু পয়: নিস্কাশন ব্যবস্থা না থাকায় এলাকার মানুষ মাছ চাষ, ফসল উৎপাদন ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষার উপায় ছিলনা, পাশাপাশি প্রয়োজনের সময় পানি উঠাতে না পেরে ব্যাপক ভাবে ক্ষতির মুখে পড়ে আসছেন। বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনা করে এমপি মহোদয়ের ডিও লেটারের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমের প্রেক্ষিতে খাল পুন: খনন কাজের বরাদ্দ আসে। খালটির খনন কাজ শেষ হলে এলাকার হাজার হাজার মানুষ ও জমির চাষাবাদ বিঘ্নমুক্ত হবে। এ ছাড়া খাননকৃত মাটি দিয়ে যাতয়াত পথ প্রশস্ত করা হলে যোগাযোগ ব্যবস্থারও আমূল পরিবর্তন হবে। এমপি রুহুল হক কাজের শুভ উদ্বোধন ঘোষণার পরপরই ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশের মাধ্যমে স্কেমিটারদ্বারা খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এ সময় ঠিকাদার মাসুদ, ইউপি সদস্য আঃ রশিদ, আ.লীগ নেতা ফিরোজ খান মধু, সমাজ সেবক মনিরুল ইসলাম মনি, শ্রমিকলীগের শাহিনুর রহমান, কাজিউল ইসলাম কাজল, আঃ আলিম, আছাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা