• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সর্বসাধারণের মাঝে সেবা পৌঁছে দিতে সাতক্ষীরা সদর থানায় সমাবেশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, নিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি। মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং আপনার পাশে এ প্রতিপাদ্যে সাতক্ষীরা সদর থানায় বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) বিকেলে সদর থানার হলরুমে অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম এর সভাপতিত্বে এ বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। প্রধান অতিথি বক্তব্যে সাতক্ষীরা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, পুলিশ সর্বসাধারণের নিরাপত্তায় রাত দিন নিরলস কাজ করছে। পুলিশিং সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে এ বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়েছে।

থানা এলাকায় জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার। বিট পুলিশিং সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর থানার বিভিন্ন বিট এর দায়িত্বে নিয়জিত কর্মকর্তা ও গ্রাম পুলিশবৃন্দ সহ সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা