• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

সাতক্ষীরার আশাশুনিতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ মে) দিবাগত গভীর রাতে উপজেলার তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে নাশতার মামলায় রোববার দুপুরে তাদেরকে কোর্টের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। 
আটককৃতরা হলেন, খাজরা ইউনিয়ন বিএনপি সভাপতি ও তুয়ারডাঙ্গা গ্রামের মৃত দেছার উদ্দীন সরদারের ছেলে মোঃ সালাউদ্দীন সরদার (৫২), ইউনিয়ন যুবদলের সভাপতি কাপসন্ডা গ্রামের মৃত মোকছেদ সানার ছেলে মোঃ মিজানুর রহমান সানা (৪৫), বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত আঃ বারী গাজীর ছেলে (জামায়াত নেতা) হাফেজ রুহুল আমিন গাজী (৫২), প্রতাপনগর ইউনিয়ন যুবদলের নেতা জামাল উদ্দীন সরদারের ছেলে মোঃ মামুন হাসান (৩৫), একই গ্রামের মৃত ইদ্রিস মোড়লের ছেলে বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন (৪৫), কুল‍্যা ইউনিয়নের আরার গ্রামের আঃ রকিব সরদারের ছেলে ও কুল্যা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ (৩৪), বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত নুর ইসলাম সরদারের ছেলে জামায়াত নেতা শরিফুল ইসলাম বাবু (৩৫), বুধহাটা গ্রামের জামাল উদ্দীন সরদারের ছেলে জামায়াত নেতা আজহারুল ইসলাম (২৮) এবং একই গ্রামের মৃত ছদর উদ্দীন মোল্যার ছেলে নজরুল ইসলাম (৫২) ও শফিকুল ইসলাম (৪৫)।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকালে তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা