• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতিমূলক সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

কলারোয়ায় শিক্ষার্থীদের বিতর্ক ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ মে) সকাল ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু।

দুপ্রকের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় সম্মানিত সদস্যদের উপস্থিতিতে মাধ্যমিক পর্যায়ে ৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিতর্ক ও রচনা প্রতিযোগীতা অনুষ্টানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। অংশগ্রহনকারি প্রতিষ্ঠানগুলি হলো..কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া মডেল  মাধ্যমিক বিদ্যালয় ও কাজীরহাট গার্লস হাইস্কুল।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুপ্রকের সহ-সভাপতি আলহাজ্ব ডাক্তার শামসুর রহমান ও লতিফা আক্তার, দুপ্রকের সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, শিক্ষক উৎপল কুমার সাহা। উল্লেখ্য, আগামী ৩ জুন, শনিবার কলারোয়া প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে  শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক  ও  রচনা  প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা